রাস্তা ঘাটে ধর্ষণ আজ
নারীর সম্মান নেই,
শ্লীলতা হানী ঘরে ঘরে
গণতন্ত্র কি এই ?
উদ্বাস্তু লোক পথে পথে
দেখার নেই কেও,
ভুক্ত পেটে ভিক্ষা মাগে
প্রজাতন্ত্র কি এও ?
চিট ফান্ডের টাকা খেয়ে
মন্ত্রী লুকোয় গিয়ে,
গরিব লোকের টাক ফাটে
সমাজতন্ত্র কি এ ?
রাজনীতির কবলে পড়ে
জেহাদী সব দেখি,
হিন্দু মুসলিম দাঙ্গা করাই
ধর্ম নিরপেক্ষ একি ?
খুন খারাবি লেগেই আছে
পথ চলতে করে ভয়,
মূর্খ মন্ত্রী দেশ নাচালেই
এও সাধারণতন্ত্র হয় ?
দেশদ্রোহী এ দেশের রাজা
নেতা ঘুস খোর,
ওরে পাগলা প্রধান মন্ত্রীই
দেশ লুটছে তোর ।।
26.01.2020 1:47 AM