(১)
এ পথে আর আসবে না কেউ কোনোদিন
সবাই চলে যাবে দূর দিগন্ত পেরিয়ে মহাকাশে ।
ঘর বাঁধবে না কেউ আর
এ শহরের বুকের মাটি খুঁড়ে,
তোমার আমার ভিটে বাড়িখানি এভাবেই পরে র'বে
উঠোনখানি ভরে যাবে সবুজ কচি ঘাসে ।
পদ্ম পুকুর ছেয়ে যাবে পানা কঁচু আর শ্যাওলা ফুলে,
কেউ হাসবে না আর শিউলি তলায়,
পুকুর ঘাটেউ কেউ আসবে না কলসী কাঁখে দুলে দুলে ।
কেউ কাঁদবে না আর কখনো
বদ্ধ ঘরে রাত দুপুরে,
সবাই চলে যাবে জ্যোৎস্না মেখে রূপালী নক্ষত্রদের কাছে
হাসতে হাসতে ছড়িয়ে যেতে আকাশ জুড়ে ।
(২)
নাম ধরে কেউ ডাকবে না আর কোনোদিন
জানালার ধারে ব্যকূল সুরে,
চিলেকোঠার ঘর থেকেও আর তাকাবে না কেউ কখনো
এক ঝাঁক সাদা পায়রা বাসা বাঁধবে
খেলবে ছুপাছুপি,
ব্যালকোনির ঐ গোলাপ গাছে ধরবে কত গোলাপ
তোমায় দিতেও কেউ আর ছিড়বে না সে ফুল চুপিচুপি ।
পূর্ণিমা রাতে তোমায় দেখেও আসবে না
কোনো যুবকের দেহে প্রেমের জ্বর,
কেবল বেল ফুলের গন্ধে বাতাস ছুঁয়ে যাবে
তোমার আমার শূন্য বাড়ি ঘর ।
(৩)
জানালার কাঁচ খুলবে না তুমি আর কোনোদিন
দেখতে আকাশ জুড়ে উড়ে যাওয়া শঙ্খচিলের দল,
নদী তীরে যাবে না কেউ আর কোনোদিন সূর্যাস্ত দেখতে
রক্তিম বিকেলে দুলে উঠবে শুধুই
সাগর দীঘির জল ।
তোমায় পাওয়া এই বকুল গাছেও ভরে যাবে হলুদ পাখির বাসা,
প্ৰিয় গো বন্দী দশায় স্তব্ধ হলো
তোমার আমার অঙ্কুরিত ভালোবাসা ।
07 May, 2020