আমিই সেই নারী যার প্রতি কু-দৃষ্টি পুরুষ লোকের
আমিই সেই নারী যার প্রতি পীড়িত পুরুষ চোখের ।

আমিই সেই নারী যার মুখ চেপেও করা হয় অন্যায়
আমিই সেই নারী যার সম্মান টাকা দিয়ে কেনা যায় ।

আমিই সেই নারী যার গর্ভে সৃষ্টি পৃথিবীর অধিবাসী
আমিই সেই নারী যার অঙ্গ ছিঁড়ে দেওয়া হয় ফাঁসি ।

আমিই সেই নারী যার স্তন প্রতি শিশুর প্রথম খাদ্য
আমিই সেই নারী যার স্থান বৃদ্ধাশ্রম কিবা পরিপাদ্য ।

আমিই সেই নারী যার স্বাধীনতা কেড়ে করা হয় দাস
আমিই সেই নারী যার ব্যাথা বেদনা সওয়া অভ্যাস ।।


08.03.2020 10:50 AM