তোমার প্রথম প্রতিশ্রুতি
আমার শেষ স্বীকারোক্তি
আজ মিলে মিশে আমাদের ভালোবাসা
হয়ে গেছে শঙ্খচিল,
হে প্ৰিয়তমা রোজ স্বপ্নের থেকে বেঁচে উঠে
নীলাকাশে ছুঁড়ে দিই
তোমার হৃদয় প্রেরিত এক বুক দুষ্প্রাপ্য
প্রেমের ঢিল ।
কথার মাঝে সকাল সাঁঝে
কেবলই ফেনা হয়ে উড়ে আসে তোমার নাম
হে প্ৰিয় আমি মুখচোরা স্তব্ধ বালক,
দিতে পারিনি মূল্য কিংবা
সে তোমার প্রেমের দাম ।