পূর্ণিমার জোয়ারের মতো সমুদ্রের থৈথৈ করা চোখের জলে অবগত করেছিলে আমাকে চাও।
সবার বিরুদ্ধে একরোখা হয়ে ঘূর্ণিঝড়ের মতো উলটপালট করে জানিয়ে ছিলে তোমার আমাকেই লাগবে।
বিশাল বিশাল ইমারতের ন্যায় একজায়গায় অবস্থান করার মতো সবার চোখে চোখ রেখে বলেছিলে আমি ছাড়া তোমার চলবে না।
অবশেষে আমি যখন তোমাকে মাতালের মতো চাইতে শুরু করলাম ঠিক তখনই তুমি বন্যার স্রোতের সাথে কোথায় যেন হারিয়ে গেলে!
আর খোঁজে পেলাম না!
অমানিশার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম অনির্দিষ্টকালের জন্য।
যেখানে শুধু হাহাকার, আফসোস আর আক্ষেপের বসবাস।
নিশ্চিন্ত মনে তোমাকে বার্তা পাঠাতে চাই, আমি বেশ আছি তবে ভালো থাকাটা শুধু নিশ্চিহ্ন হয়ে গেছে।
সমুদ্রে জোয়ার আসে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব হয়, বিশাল বিশাল ইমারত ভেঙে চুরমার হয়ে যায়, বন্যায় ভেসে যায় পুরো নগর, পাখিরা ঘরে ফিরে কিন্তু তুমি আসো না।
আসবেই না?