আমি বড্ড বাউণ্ডুলে, তবে তোমার চুলের মতো অতোটা এলোমেলো ভাবার কারণ নেই!
কথা বলা, মাতাল করা হাসি, কালো বর্ণের চোখের কাজল বেশ গোছানো হলেও তোমার চুলগুলো বেশ এলোমেলো।
তবে তোমার এক মারাত্মক গুপ্ত শক্তি রয়েছে, যার দ্বারা শতশত যুবকের শান্তির ঘুম হারাম করে দিতে পারো।
আমি তো সামান্য এক কবি মাত্র।
সেদিন তুমি আগ্রহ ভরে জিজ্ঞেস করেছিলে " আপনার সবলেখায় এতো বিরহ কেন? "
আমি কোনো জবাব না দিয়ে মুচকি মুচকি হাসছিলাম আর তোমার ঠোঁটের কোণে জমাটবদ্ধ অদ্ভুত এক মায়ার চোখে তাকিয়ে ছিলাম।
বুঝতে চেষ্টা করছিলাম একটা মানুষ এতো সুন্দর, সাবলীল, মিষ্টিসুরে কিভাবে কথা ছুঁড়তে পারে?
কিভাবে এতো মায়াজড়ানো হাসি দিয়ে কাউকে এতোটা সহজে আটকে ফেলতে পারে?
তুমি খানিকটা খেয়াল করে বলেছিলে " আপনি এভাবে তাকিয়ে আছেন কেন?  কি দেখছেন এভাবে? "
আমি সেদিন বলতে পারি নি জড়োসড়ো মানুষের কোলাহলে, আমি তোমাকেই দেখছিলাম, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুগ্ধ হচ্ছিলাম "
তোমার সাদামাটা ছেলেমানুষীগুলো আরো মায়া বাড়িয়ে দিয়েছে
কখন যে আটকে গিয়েছিলাম সুপারগ্লুয়ের আঠার মতো বুঝতেই পারি নি।
সেই যে আটকে গেলাম এখনো বের হতে পারলাম না তুমি এবং তোমার মায়া থেকে।