মনে পড়ে কি? চিনতে পারো নি বন্ধু?
থরথর করা দেহ, হারিয়েছে যেই সিন্ধু।
ক্ষুদ্র জলের ভয়াবহতায় ভীতুরা দিচ্ছে স্লোগান
কাঁথার নিচে প্রহর গুনছে, দিচ্ছে বিষন্ন বয়ান।

কুহেলি শীতের উদাসী বন্ধু, হয়েছে আত্মভোলা
স্নানের খবরে প্রতিবেশীরা, পড়াচ্ছে গলে মালা।
গগনচুম্বী করুণ মাখা, সূর্যের অভিযোগ
শীতলতা পরিহারে, মানবকূলে মোনাজাতে মনোযোগ।

শীতল রজনীর মানবকূলে, কাঁদে চক্রবাক
তীব্র শীতের আলিঙ্গনে নবীন-প্রবীণ নির্বাক।
ভাপা,চিতই নিয়ে এলো বিষন্ন শীতকাল
শুষ্ক প্রকৃতির দারুণ গন্ধে, সুসজ্জিত মনের তাল।