উৎসবের আমেজে আঘাত করে, ধরলে নব বেশ
ক্ষত সারতে আশ্রয় নিলাম পুষ্প খচিত কেশ।
শোকোচ্ছ্বাসের মিছিল হচ্ছে নগরীর অলিতে-গলিতে
গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে প্রেমের বলিতে।

কোমল ছোঁয়ায় জর্জরিত, করলে নিষ্পাপ হিয়া
ক্ষত সারবার পথ্য এখন, পাব কোথায় গিয়া?
ফুটোয় ফুটোয় চোখের জলে, হচ্ছে প্রেমের কবর
অলিতে-গলিতে ছড়িয়ে যাচ্ছে, নির্মম প্রেমের খবর।

স্বার্থ হাসিল করেই তবে, মিলবে বুঝি সুখ?
সুখের বাহক নবীন বাদেও, ছিল নাকি প্রমুখ?
ক্ষনিকের প্রশান্তি নিয়ে কি, সুখ কেনা যায়!
বিলাসিতার শহরেও কি, সুখী হওয়া যায়?