গন্ধ মেখে ডাকছে বুঝি হলদে নীলাভ পুষ্প
ঘনকুয়াশার সাথে দারুণ দ্বন্ধে, সূর্য এবার ক্ষিপ্ত।
ব্যাকুল হয়ে বসেছিল ছন্দহীণ ক্ষুদ্র কবি
আনমনে হিয়ায় একেঁ নিয়েছিল বিষন্ন প্রহরের ছবি।
বিভৎস বিষন্নতা লুকাতে কাননে হলো ঠাঁই
ব্যর্থ হয়ে সুখের খুঁজে পুষ্পের কাছে যাই।
ঠাঁই হলো না পুষ্পের কাছে, কুয়াশার অভিযোগ
লুকিয়ে রাখার প্রবণতায় চলছে কবির অনুরোধ।
তেপান্তরে চলছে হেঁটে, ফুঁকছে রঙিন বিড়ি
ধ্যানের সমুদ্রে সাঁতার দিয়ে, খুঁজছে সাফল্যের সিড়ি।
সুখের ছায়া খুঁজে পেল, দূরের এক কুটিরে
আচ্ছন্ন রেখেছিল গোলাপ, গাদাঁ,হাজার পুষ্পের বাহারে।