লিখতে গিয়েছিলাম রম্য কাহিনী, লিখতে হলো বিষাদের কথা
দখল করতে চেয়েছিল প্রশান্তি, দখল করে নিলো নিরব ব্যাকুলতা।
জন্ম থেকে বলছি, কেউ আমাকে মুক্তি দিলো না
সোহাগ করলো ঠিকই কিন্তু ছায়া দিলো না।

বসন্তের খোঁজে এসেছিলাম গ্রীষ্মের দুপুরে খরা হয়ে ফিরলাম
সময়ের সাথে তালমিলিয়ে, চড়া দামের দুঃখ কিনে আনলাম।
বিভীষিকায় দারুণ ক্ষরণ, শোকের তোপে কাঁদছে ভুবন
নিষ্ঠুরতার দারুণ দ্বীপে, নিরব শোকের হলো মিলন।

প্রহসনের মিছিল শেষে, হচ্ছে দারুণ ভোঁজ
ভুক্তভোগীর করুন দিনে, নেয় নি কেউ খোঁজ।
অতিরঞ্জিত চিন্তনে মজেছে দারুণ খেলা
গগন জুড়ে বসে গেছে মন খারাপের মেলা।