নকশীকাঁথার নগরে এসে উচ্ছ্বসিত কবির হিয়া
নিদারুণ অনুভূতির জাগরণ ঘটলো কবি হাসান হাফিজুরের সিংহজানী গিয়া।
সোনার ফসলে সমৃদ্ধ মরহুম আমজাদ হোসেনের নগরী
কাছ ঘেঁসে বয়ে চলা ব্রম্মপুত্রের নেই জুড়ি।


রূপসী বাংলার একটি কোণে সিংহজানীর নাম
চম্পাবতীর মায়ার মতোই প্রেমে পড়িলাম।
ঝিনাই নদীর নগরজুড়ে মিষ্টিপাখির সুর
জ্ঞানী লোকদের গুনে ভরা প্রিয় জামালপুর।


বকশিগঞ্জের লাউচাপড়া আর মেলান্দহের মাজার
সকাল-সন্ধ্যা মেতেই থাকে পর্যটকদের বাজার।
মিল্লি বলতেই জিবে জল , ভুলা যায় কি স্বাদ?
সিংহজানীর ঐতিহ্যে ভরা মিল্লি বলতেই স্বাদ।

সবুজ শ্যামলা নগরীর মায়াতে, মাতাল হয়েছে কবি
অচেতন হিয়ায় একেঁ নিয়েছে, সিংহজানীর ছবি।
পল্লী কবিও আটকে গিয়েছিল নকশীকাঁথার জন্য
মায়ায় ভরা, ছায়ায় ঘেরা সিংহজানীতে এসে ক্ষুদ্র কবি ধন্য।