সমস্ত আঁধার কেটে যাওয়ার শেষ প্রহরে হঠাৎ হৃদপিন্ড কেমন যেন থকথক করে উঠলো।
আমি আন্দাজ করার দারুণ চেষ্টায় মেতে উঠলাম,
পূব আকাশে রক্তিম সূর্য উঁকি দেওয়ার পরক্ষণেই তোমার অদৃশ্য উপস্থিতি বুঝতে পারলাম।
কংক্রিট আর সিমেন্টের মিশ্রণের মতোই তো মিশে গিয়েছিলাম দুটি পৃথক প্রেম পিপাসু।
বছরের পর বছর দাঁড়িয়ে থাকা পিলারের মতোই তো ছিল আমাদের এক এবং একনিষ্ঠ পণ।
তাহলে হঠাৎ কেন বুলডোজারের মতো সাজানো গোছানো হৃদের দালান চুরমার করে দিলে?
আমি হয়তো লাভ বার্ড কিংবা সারসের কাতারে নেই কিন্তু কাকের দলে বরাবরই ছিলাম।
হযবরল পরিস্থিতিতে ভ্যাবাচ্যাকা হয়ে প্রকাশ্য বোকা আদৌ রয়ে গিয়েছি বহুকাল ধরে এলোমেলো, জীর্ণ।
পাটের আঁশের মতো আটকে ধরে আছে অস্পষ্ট মায়া।
বুলডোজারের আধিপত্যে চুরমার করা গেলেও শেষ চিহ্ন কি মুছে যায়!