তুমি আমার বড্ড প্রিয়
প্রিয়ার থেকেও একটু বেশি প্রিয়
আমি তোমাকে দারুণ ভাবে শুনতে চাই
তোমার মজলিসে একমাত্র শ্রোতা হতে চাই।
তুমি কি আমাকে শুনাবে?
তোমার দ্বারা বহুবছরের বন্ধনেও ফাটল ধরতে পারে
আবার তোমার দ্বারা ক্ষুদ্র সময়েও গভীরতা তৈরি হতে পারে।
মমতাময়ীর মুখের বিশুদ্ধ হাসিও হতে পারে
আবার টগবগে তরুণীর ঘাটছড়াও খুলে যেতে পারে।
ফাঁসির রায়ের অপেক্ষা করা আসামিও মুক্তি পেতে পারে
আবার নিরপরাধ ন্যায়ের ধারকও ফাঁসির দড়িতে ঝুলতে পারে।
আহামরি বিলাসিতা ছাড়াও কেউ সুখী হতে পারে
আবার ক্ষুদ্র সময়ের ব্যবধানে বিচ্ছেদও হতে পারে।
অগণিত সৃষ্টির অনুভূতি প্রকাশের বাহক রূপে রয়েছো বহুকাল
তোমার দ্বারাই সুসংগঠিত হয়েছে যেকোনো সমস্যা কিংবা সমাধান।