ছোট্ট নীড়ে ধীরে ধীরে বড় হলো ছানা
বাজপাখিটার বিয়ে ছিল হনন ছিল মানা।
নেমন্তন্ন পেয়েছিল জোড়া শালিক, বক
ইহা শুনে সিংহ মামা আটলো নতুন ছক।
আধিপত্য করতে চাইলো বনের পাঁজি রাজা
পন্ডিত মশাই সুযোগ মতো চিপায় ফেলে দিলো সাজা।