শীত কাল মানেই শুকন পাতার খেলা-
শীত কাল মানেই হাজার শিশিরের মেলা।।
বাংলার ঘরে ঘরে ! শীত কাল মানেই পিঠেপুলির
মেলা।।
শীত কাল মানেই সকালের মিষ্টি রোদের রাশি,
যেন নবীন তৃণের রোদ পোহানোর হাসি;
শীত কাল মানেই তন্দ্রাচ্ছন্ন মেঘের রাশি-
শীত কাল মানেই সবার হৃদয়ে উষ্ণ
তাপে র হাসি।।