জাগো রে শহর বাসী,
জাগো আল্লাহর নাম;
নবি - রাসুলের পথে কর সৎকাম ।।
যারা তোমায় শিখিয়েছেন ,
যারা তোমার নাম-
তাদের নামে কর, তুমি সৎকাম-
ভাজো ডাম্বেল,পড়ো কোরআন;
জাগো রে শহর বাসি,
জাগো নগরবাণ ;
পালন কর সুন্নত-
রাসুলের উম্মত; খাও গুড়,খেজুর-জল কর পান।
জাগো রে শহর বাসি,
জাগো নগরবাণ;
উঠিলে সকালে,
করিলে আল্লাহর কা'ম-
পূর্ণ হইবে সকল মনস্কাম।।
উঠিলে সকালে,করিলে শরীরচর্চা-
পাইবে সুফল,জাতি-
দিকে দিকে ছড়ায়ে পরবে তোমাদের নাম ,
আর সুনাম।।