আমি এক করুন কবির দুঃখ।।
                        চিনে না যাকে আপনজনে রা-
                          মনে রাখে নি যাকে তারা;  
               প্রেমিকা ও ভুলে গেছে হতভাগা র বাঁকা হাসি-
                       আমি   ওই  করুন কবির দুঃখ।।


                      টেবিলে অবহেলায় পরে থাকা,
                   রসায়ন বইও হয়ত ভুলে গেছে তার;
                                    বন্ধুকে-
                        যে পরত তার সব কথা।।
       মহাকালে মিশে গেছে তার নাম,পরিচয়,জাত,বর্ণ,ঠিকানা।।


                         যাত্রা র অনেক আগেই,
                      বেরিয়েছে ঘর থেকে হাওয়া-
                            স্নিগ্ধ ঝড়ো হাওয়া।।

                     আমি এক করুন কবির দুঃখ-
                  মনে রাখে নি যাকে;মনুস্ব জাতি;
                    আমি দুঃখ এক করুন কবির।।


             গগনে উড়ে ফিনিক্স আর কত শত ঝাঁক-
               হঠাৎ করে অন্ধ কূপে রৌদ্র নে বাঁক;


              হৃদয় ফুঁড়ে বেরিয়ে আসে প্রাণবন্ত ছায়া
          পথিক হৃদয় আটকে পরে কি দারুণ মায়া!