মন চঞ্চল,কেন্দ্র অচল ,চোখ চেয়ে রয়-
আকাশের পানে;
মন চঞ্চল,মন চঞ্চল।।
জানিনা কি যে হয়;পবন বইছে দাপটে;মন চঞ্চল,মন চঞ্চল।।
হঠাৎ!এলো ঝড়-
কখন বা ফোঁটা বৃষ্টি-
আ আ আ আ আ
আ আ আ আ আ-
মন মাতানো সৃষ্টি।।
দোয়াতে নেই কালি, উড়ে গেছে সব বালি-
জানালাগুলো করছে সব;ছটফট...
মন চঞ্চল,মন চঞ্চল-
কেন্দ্র অচল,চোখ চেয়ে রয়-
আকাশের পানে-
মন চঞ্চল,মন চঞ্চল।।