আমি সূর্য দেখিনি,দেখিনি
আমি চন্দ্র দেখিনি,দেখিনি
আমি কিছুই দেখিনি আমার জীবনে।।
সবাই আমায় বলেছে কিছু না কিছু দেখা উচিত -
আমার,একবার হলেও-
আমি ভেবেছি কিছু না কিছু দেখব একবার।।
কিন্তু যতবার ভাবি ততবার হই হতাশ।
ছেলে বেলায়, শুনেছি কত গল্পে বা বাস্তবে,
সবাই কত কিছুই না কিছু দেখে;
আমার বেলায় হইনি কিছু পাঠশালা ছাড়া।।
তাই যতবার ভাবি, ততবার হই হতাশ।।