টপটপাটপ ঝরছে বারি,
পড়ছে ভূপৃষ্ঠে।।
স্নান করছে গাছ্পালা সব,
নরম ভূমির ভরছে হৃদয়,কাটছে উষ্ণতা;
হয়েছে বন্ধ কর্ম সকলের-
ধরেছে সবাই ,খাওয়ার ছন্দ!
এই অবিরাম বারিধারায়-
ঝরছে বারি, কাটছে তাপ,
সবার মনে খুশির ছাপ।।
শতাদ্বী ধরে শতাদ্বী কাটছে বারি
এ পৃথিবীর দুয়ার হতে,সকল আঁধার জাল।।
টপটপাটপ ঝরছে বারি!
ঝরছে বারি ,
পড়ছে ভূপৃষ্ঠে।।