বাংলা ভাষায় রয়েছে আবেগ,মিটে মনের আশা -
             এই ভাষাতে প্রকাশ করি দুঃখ,ভালবাসা।।
           এই ভাষাতে দুঃখবিলাস,এই ভাষাতে দুঃখ-
           এই ভাষাই আমার কাছে সবার চেয়ে মুখ্য।।
            এই ভাষাতে অশ্রু-নামে বিরাট শব্দ ঝড়ে,
                   এই ভাষার জন্যই কত ছাত্ররা-
                               হায় মরে!
         এই ভাষাতে আকাশ-বাতাস মুখরিত হয় গানে,
                    এই ভাষাতে পুলক জাগে-
                        তোমার-আমার প্রাণে।।