তোমরা কি জানো, আগুন কাহারে কয়?
ফায়ারপ্লেসে,অগ্নিশিখায়,দাবানলের প্রদীপ আলোয়-
জ্বললে কি আগুন হয়?এতো উপমা মাত্র-
যেথা জ্বলে,মনের মন্দিরে,
কালে-অকালে,রাত্রি-নিশীথে তাহাই আগুন হয়।
সেই আগুনে’রে করি ভয়-
রুদ্ধ করিয়া রাখিছ যেথায়-
তাহারই মমক্ষয়।।