তোমারে আজ বার বার দেখে.......
ওই তুষার শুভ্রে হেঁটে যাওয়ার সময়
ধুধু মরুভূমিতে মরিচিকা যেমন
হাতছানি দেয়.....
ওই শুভ্র তুষার পাত যখন
তার মাধুকরী সৌন্দর্য নিয়ে
চলে বেড়ায় আমার সাথে।
হঠাৎ দেখি আকাশে শুভ্র
সতেজ চাঁদ।
মনে হয় যেনো চারিদিকের
ওই তুষার জমে
এক টুকরো শুভ্র বরফ
আকাশে বিচরণ.......
অদ্ভুত ব্যাপার হচ্ছে
তোমারে তখন দেখি আমি।
নিজেকে চিমটি কেটে
প্রমান করি আমি
জেগে আছি।
এ নয় কোন স্বপ্ন জগৎ।
অংক মিলাতে পারি না আমি।
কিভাবে তুমি মিশে গেছো....
অংকের যাদুকর হয়ে আমি
চাই এই সমাধান।
তুমি কি তবে শুভ্র
কোন পরী?
যে মিশে যাও....
তুষার পাতের ওই বরফের মাঝে।
যার এক খন্ড উড়ে যায় আকাশে।
হয় শুভ চাঁদ।
তুমি কি তবে
সেই চাঁদ?