তোমাকে নতুন করে
পেয়ে.....
এ আমার উপলব্ধি
আবারো কবি আমি |
আবারো ফুটাই আমি
গোপন গহীন ফুল|
কিছুটা জড়তা কেটে
বলি.........
তুমি আমার গহীন বনের
সেই সুগন্ধি ফুল|
আবারো বলি.....
এই দেখো তোমার জন্য
কেমন আকুল আমি|
উথাল পাতাল প্রেমের উপমা দিয়ে
সাজাবো তোমায় আমি|
নতুন করে তোমায়
আবিষ্কারের পর
এই আমি তোমায় আবিষ্ট....
গোপনে হাজার বার
ছুয়ে দেখি তোমার......
গভীর পদ্মফুল |