পেছন ফিরে তাকালে হায় কত জন হারিয়ে গেলো এই জীবনে | আমি ও একদিন হারিয়ে যাবো হিমশীতল মৃত্যুর পর কিংবা কারো জীবনে হয়তো মৃত্যুর আগেই| এইতো জীবন,এইতো জীবনের ধর্ম| হেমন্তের শীতের কুয়াশায় কখনো দেখেছো কীভাবে উঠোনে পড়ে থাকে শীতার্ত শিউলি ফুল? বড় মায়া হয় ওই শিউলির জন্য, যাকে এক মূহুর্তের জন্য হলেও ভালোবেসেছিলাম, ওই ভালোবাসা টার জন্য, এবং নিজের জন্য | কোন এক অভিমানে যদি হারায় কেউ, জেনে রেখো, তার বেদনা কতটা তীব্র হলে, হারানোর ভার সে বয়ে বেড়াবে, তবু ওই বেদনাবিধুর অভিমানের কাছে আত্বসমর্পন করবে না| ওই বেদনার্ত শীতার্ত মৃত কিন্তু সুরভিত শিউলির মতো অভিমানে হারিয়ে যাবে অতল মহাকালে |
কবিতাটি ১৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/১১/২০২২, ১৪:২৩ মি: