সে চলে গিয়ে
নিয়ে গেছে সাথে
সুখ দুখের কিছু রং।
এখন শুধু সাদা কালো
ধুষর হয়ে
ক্যানভাসে কিছু অতীতের দিন গুলি।
বেদনাহত হতে হতে
রচিত হয় বেদনার কবিতা
হই আমি বেদনার কবি।
তার সেই অবাক করা
মাধুকরী যখন
মনের আংগিনায় সুরভী তুলে
পেয়ে হারানোর মতো
দুখ পেয়ে
মন মানে না।
আমার মন মানে না।