প্রথম দেখার ক্ষনে
মনে হলো
প্রস্ফুটিত বনফুল.....
সুরভিত বনফুলটি
কেমন ফুটে আছে
বড় সুবাসিত
কেমন মনোমুগ্ধকর |
মনের ডায়েরি তে লিখে তার নাম
খুঁজে বেড়িয়েছি......
পৃথিবীর অলি পথ
সকল বন-বাগান |
অবশেষে যেদিন পাই ......
জগত বিখ্যাত বিজ্ঞানীর মতো
চিৎকার করে বলি
ইউরেকা ইউরেকা |
পেয়েছি আমার সেই
তপস্যা তিথি
বনফুল দেখে বলি ....
আমি মুগ্ধ, আমি মুগ্ধ |
কিছুদিন পেরুতেই বুঝে যাই আমি
মুগ্ধতা কে গ্রাস করেছে
গোপন ভালোবাসা |
তার ও আরো কিছু দিন পর
রইলো না আর
সে গোপন,
বড্ড প্রকাশিত আমার
তপ্ত ভালোবাসা |
ওইযে হলো সে
বড্ড প্রকাশিত....
সেদিন থেকে আজো সে
নিকসিত ভালোবাসা |