অপরাজিতা তুমি
অনিন্দ্য নীল অপরাজিতা।
অপরাজিতা তো নীল ই হয়,
তাহলে কেনো নীল অপরাজিতা ?
এ নীল এক অনিন্দ্য নীল
নীলাভ মাধুর্য যেন
সবকিছুকে ছাড়িয়ে
নীল আকাশ , নীল সাগর
তুমি নীল অপরাজিতা।
তোমার নীলাভ সৌন্দর্যের মায়ায়
দিগভ্রান্ত নাবিক আমি
হারিয়ে দিক নিশানা....
নীলে ডুবে যেতে চাই আমি,
তোমার নীল মোহনায়
তুমি নীল অপরাজিতা।