অনেকে বলে আমায়
কবিতা কেন লিখিনা আর.....
তাদের জন্য বলি
কবিতা কেনো
লেখা হয় না আর |
কবিতার জন্য দরকার যে দ্রোহের আগুন
কিংবা এক সাগর ভালোবাসার গল্প...
সবই ফুরিয়েছে আমার |
সে যতদিন ছিলো আমার...
তার যত দেয়া বেদনা
কিংবা একটু ভালোবাসা....
কত সুন্দর কবিতা
হতো রচিত |
আমি কবি ছিলাম তার জন্য
আমার কবিতা গুলো কেমন সব
তাকে ঘিরেই হতো আমার
কবিতার মূর্ছনা |
আমি কবি ছিলাম ততদিন
যতদিন ছিলো বেদনাস্রু
যতদিন ছিলো তার জন্য
তপ্ত হাহাকার|
আমি ততদিন কবিতা লিখেছি
যতদিন তাকে আমার
গোপন ভালোবাসা টি......
বলতে পেরেছি|
সে আজ বড় অপরিচিত
তাই আর আমি কবি নই|
তাই সেকারনেই আর
কবিতা হয় না রচিত |