এই মোহনীয় চোখের দিকে তাকিয়ে
কথা বলার জন্য
কী বিসন্ন আদ্র আমার চোখ।

তোমার চোখের মায়ায় পরে
মনে হয়
কয়েক যুগ
কাটিয়ে দেই।

অপলক দৃষ্টিতে তোমার
চোখের পানে তাকিয়ে........

দীঘির জলের টলমল
অনুভব হয় আমার।

ইচ্ছে হয় আমার চোখ দিয়ে
সাতরে বেড়াই....
তোমার দীঘি টলমল চোখ।

মানুষের চোখ বড়
অদ্ভুত এক অংগ
চোখ কাঁদে, চোখ হাসে।

এই যে এই বেদনা

তবে তাতে কারো কিছু যায় আসে না।

এতে তোমার চোখ কাঁদে না,
চোখের কোনে টলমল
নেই কোন জল......

এ জন্যে আমার
তৃষ্ণার্ত
বেদনার্ত আদ্র এই চোখ।