মুখে থু মেরে তো তোকে রেখে দিল— একদল কালো মানুষ
তুই শরীরের গর্ব করিস? লিপস্টিকের?
তোর গর্ভের ভেতর ফোলা ইঁদুরের বড় বড় ঢিপি
শরীরে লতানো মাংসের ঝাঁপি
তুই কতদূর যাবি? অবেলায়—
তুই যদি হৃদি সূর্যের ছায়া ভেঙ্গে আসিস
কাকের শরীর গলানো রোদেলা দুপুরে—
বস্তির ঘরে, সাহেবী বাংলো আর ইতিহাসে
তোর পঁচা গলা মোহের শরীর
খুন্তির ছ্যাঁকা খেতে খেতে শেষ
তুই কি আমাকে? নাকি আমি তোকে?
বিড়ির আগুন ধরিয়ে দিয়েছি
কান্দিস না রে পাগলী
তোর নাম জানি, অবেলা অশুচি আর অবহেলা
হাঁ হয়ে ওদের সাথে
মানে ঘুঁটেয়ালী
আগুন নেভাতে গিয়ে— পুড়ে‌ ফেলে জলের শরীর