টংয়ে পা দুলিয়ে কবিতার কফিন
উন্মুক্ত করে, চিৎ হয়ে শুয়েছে সোনালী শব্দেরা

শব্দের শরীর হতে খসে যাচ্ছে কল্পের তারারা
ঝাঁপ দিচ্ছে চাঁদ
ডুব দিচ্ছে চাঁদ
কেউ কোথাও নেই; এক সের দুনিয়া
কবিতার ফসিল সংগ্রহ করে

কবিতা বিষয়ক পরামর্শদাতা
কৃষি কাজ সেরে—
শব্দের কাস্তে হাতে মননে এক ঘা দিলেন; বোধের
মানচিত্র খুলে ঢুকে পড়ে মগজে, হৃদয়ে, মননে

কবিতার যাপিত সংসার করতে কয়জনের ভালো লাগে?

৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ