নিশি এলে তুমি গন্ধ ঢেলে
বাড়াও কেন আমার মনের সাধ,
তব না বলার বাঁধ না
ভাঙিলে হবেই তো বিবাদ।
গন্ধা তুমি মুখ ফেরাও কেন বলতো
মোর সহিতে সে কালের সঙ্গ দিয়ে,
নিশি পার হয়ে প্রভাত আসিলে
দিবস কাটিবে কষ্টের শোধা নিয়ে।
কত নিশি তো পার করে দিলে
তুমি পিপাসার বিভোরিতে,
ঠিক আছে করবোনা আর বিবাদ
গন্ধা আমি তোমার সাথে।
এত জলের কাছে থেকেও কেন মোর তৃষ্ণা মিট লোনা ?
ইচ্ছা প্রকাশ হবে কি কখনো তোমার জানাও গেলো না।
নিশি চলে গেলো প্রভাত হলো আমি তো ঘরে নাই,
মম চিত্ত কোণে ক্লেশ নিয়ে
দিবস কাটাই শুধু বেলির দায়।
কালের বাঁশি কভু যদি বাজে নিশিতে কেন অবিরত দাও বাধা ?
এমন কষ্ট দিও না তুমি আমি সইতে পারিনা গো রজনী-গন্ধা।