সুখের ঠিকানা খুঁজে ফিরেছি অনন্তকাল
হিসেব কসিনি কখনো
মলিন হয়ে যাওয়া দিনলিপির পাতাগুলি
একের পর এক উল্টে গেছি ।
চেয়ে দেখিনি কখনো কতদিন,কতমাস,বছর ।
চারিপাশের জনারন্যের মাঝে আমি ছিলাম
নির্জনে আত্মমগ্ন ।
আমার ভুবনে আমি করেছি বাস,
কারো প্রবেশ যেখানে নিষিদ্ধ ।
একদিন আমার গণ্ডি পেরিয়ে প্রবেশ করলে তুমি
আমার দুচোখে মাখিয়ে দিলে
নতুন সূর্যের লালিমা ।
বড় তীব্র সে আলোর নাচন,
আমি ভয় পেয়েছি চোখ খুলতে ।
তুমি আশ্বাস দিলে ভয়কে জয় করার
আমি চোখ খুললাম কাঁপা কাঁপা
ছন্দের দন্ধে ।
দেখলাম, তোমার হাতে আমার সুখের ঘরের চাবি ।