দুঃখ আমার চির সাথী
করেছি তারে আপন ।
সুখ আমার চির শত্রু-
রেখেছি তারে গোপন ।

আমার ভুবনে একেলা আমি
    গড়েছি নতুন ভুবন ।
দুখ সাগরে স্নান করিয়া ,
    গরল করেছি চুম্বন ।

পাপ , তাপ যন্ত্রণা আমি-
   শুষিয়া নিয়েছি প্রতি শ্বাসে ।
লোকের কথায় কি যায় বল ,
    লোকে বলিবে বারো মাসে ।

গোলাপের চাষ করিতে গিয়া ,
    রোপণ করেছি ক্যাকটাস ।
বুলবুলির গান শুনি না এখানে ,
     শকুনেরা করে সন্ত্রাস ।

রুক্ষ মরুর তপ্ত হাওয়া ,
  দমকে দমকে ছোটে ।
ফাগুন এখানে থমকে দাঁড়ায় ,
   চৈত্রের খরার চোটে ।