হয়তো তুমি
ভেবে দেখনি, কতদিন থাকবে
আমাদের সম্পর্ক ।
আমি থাকব
হয়তো জীবনভর তোমার ,
কিন্তু তুমি ?
সেদিন তোমাকে নিয়ে গুমোট বাতাসে
বসেছিলাম রমনায়
একটুখানি ছায়ার আশ্বাসে ।
হাতে হাত , চোখে চোখ ,
মাতাল হয়েছিলে তুমি ।
বুঝেছিলাম এ তোমার
বয়সের দোষ ।
তাই বলছি ,
ভালবেসেছ , ভালবেসে যাও
কখনো বলবেনা চলো বিয়ে করি ।
কারন ,
অসম সম্পর্ক টিকে থাকেনা ,
এ ক্ষণিকের মোহে তুমি আবদ্ধ ।
একদিন ঝড়ো বাতাসে তোমার
বদ্ধ কপাটটা খুলে যাবে
যেমন , ময়না পালিয়ে যায় ,
খাঁচার কপাট খোলা পেয়ে ।
আবার বলছি ,
ভালবেসে যাব , কিন্তু বিয়ে না ,
কোন বন্ধন নয় ।
কন শর্তের বেড়াজালে আবদ্ধ নয় ।
সবুজ পাতারা একদিন বিবর্ণ হয়
প্রমত্তা নদীগুলো শুকিয়ে যায় ।