শত জনমের প্রেম,
এক জনমে যায় না পাওয়া ।
শত জনমেও জন্ম নিয়ে,
সব চাওয়ার হয় না পাওয়া ।
প্রতি জনমে চাই টোমাড়ে,
এক জনমে হবে না পাওয়া ।
মরিয়াও আমার এক স্বীকারোক্তি,
চিরদিনের শুধু তোমারে চাওয়া ।
বুকের মধ্যে হৃদপিণ্ডের মাঝে,
ধক ধক শুধু ঘণ্টা বাজে ।
কমিয়া গেছে, থামিয়া যাবে,
ঘণ্টার দম চাবি ।
মনে রেখ মোরে ভুলনা আমায়,
তোমার কাছে একটাই দাবি ।
গ্রীষ্মের খরতাপে তপ্ত হইয়া,
ণূজ্জ হইবে যখন ।
শীতল মেঘের ছায়া দিয়া,
ঘিরিয়া রাখিব তখন ।
তোমারে দেখিতে আশীবো ফিরে,
বারে বারে এ ধরায়,
হয়তো শালিক, নয়তো জোছনায় ।
অথবা কোন তাঁরায় ।
তোমার লাগিয়া যুগ যুগ ধরে,
বসিয়া রইব ওপারের দারে ।
জান্নাত আমার চাইনা শোণ,
তোমারে শুধু চাই ।
হাবিয়া দোযখ কবুল করবো,
যদি তোমারে পাই ।
মানুষ বোঝে না, শুনেও শোনেনা,
আমার কান্নার ধনি ।
শুনেছে বাতাস, দেখেছে আকাশ,
আর জেনেছে অন্তর্যামী ।