তখন তুমি আসলে না,
যখন ছিলাম বন্য ।
এখন পায়ে শিকল বাঁধা,
হয়ে গেছি অন্য ।
এখন আমি আকাশ দেখি,
সোনার বাঁধা খাঁচায় ।
সকাল দুপুর সন্ধ্যা নাচে,
আমার চোখের পাতায় ।
দেহের ভিতর ঘুণ পোকারা,
কুরে কুরে খায় ।
বুকের ভিতর উথাল পাথাল,
ঢেউ উৎরে যায় ।
মাথার ভিতর জমাট বেথা,
কুল খুঁজে না পায় ।
তোমার চোখে সূর্য ওঠে ,
নতুন ভোরের খোঁজে ।
আমার চোখে রাত্রি নামে ,
ক্লান্তিতে চোখ বুজে ।