মেঘের বোঝা মাথায় নিয়ে
আসলো নেমে আকাশ
ঝড়ের বসন জড়িয়ে গায়ে
ধেয়ে এলো বাতাস
রোদের মুখে কালো ওড়না
মুখটা বেজায় ভারী
বৈশাখ বলে ঝড়কে ডেকে
আয়রে তারাতারি
গাছের ডালে পাতায় পাতায়
নৃত্য লেগেছে
বৃষ্টি পড়ে ফোঁটায় ফোঁটায়
ময়ূর পেখম মেলেছে
কদম গাছে কানাকানি
গুণ গুনানি গান
ঘুম ভেঙ্গেছে কদম ফুলের
ভাঙ্গল অভিমান
তপ্ত ধরা সিক্ত হল
নদেয় এলো বান
জলে ভরা মাঠে খেতে
ফিরে এলো প্রাণ
সবুজ বনের ফিঙে টিয়ের
আসর বসেছে
কোকিলের আর নেই প্রয়োজন
সবাই বলেছে
রামধনুর সাত রঙে
রং লেগেছে মনে
মানুষ হলে রং বদলায়
বদলায় না বনে