আজ কোন কাব্য নয়
গদ্য দিয়ে শুরু
অনেক সাধের সোনার বাংলা
বলেছিলেন কবি গুরু
সোনার বাংলায়ে সোনা নাই
বল কোথায় যাই
জ্বলছে দেশ জ্বলছে মানুষ
অঙ্গ পুড়ে ছাই
বাস জ্বলছে, ট্রাক জ্বলছে
হচ্ছে মানুষ কাবাব
সেই কাবাবে নাস্তা হবে
সাবাশ ম্যাডাম সাবাশ
হা-ভাতেদের মরা কান্না
শুনছে নাতো কেউ
হাসপাতালের বেডে শুয়ে
কাঁদছে ভেউ ভেউ
কেউ দেখেনা কেউ শুনেনা
অভাগা এই দেশ
রুই কাতলেরা ভালই আছে
আহা বেশ বেশ বেশ