আজি এ সন্ধ্যা ক্ষণে
-------পবিত্র রায়-------
আজি এ সন্ধ্যা ক্ষণে
আসিলাম বোরো ক্ষেতে নীরব মনে
সান্ধ্য বেলার এই রুপ আহরণে,
আজি এ সন্ধ্যায় মেঘলা আকাশ
বহিছে যে মৃদু শীতল বাতাস
পশ্চিমে নেই আজি রক্তিম আভাস,
এমনি ক্ষণে ভাবিতেছি আমি
নীরব একলা মনে
প্রকৃতি মাতার সনে,
প্রকৃতির'ই কথা
কতই কৃপায়াবিষ্ট সেই প্রকৃতি দাতা,
এমনি ক্ষণে
গাঁ থাকিয়া ভাসিয়া আসিতেছে
সনাতন বৈষ্ণব বাড়ির
গৃহ বধুর সন্ধ্যা বাতির উলুধ্বনি,
এই সবই বাঙ্গালি'র
আদি সনাতন ঐতিহ্য
সংস্কতি আজও
তাইতো বাঙ্গালা প্রকৃতি
এতো অপরুপ সাজে,
আনন্দ পাবে সেইজন
এমনি ভাবে রুপ সন্ধানে যেইজন,
শত বৈচিত্রে মুখরিত
আজি এই সন্ধ্যা ক্ষণ ৷
তাং:26.02.2018 খ্রি: