***প্রকৃত বিষয়***
---পবিত্র রায়
এ ধরা কত না রঙিন কত আনন্দময়
আসলে জগৎটা প্রকৃত শুধুই মিথ্যালয়,
এতে যত কিছুই সুখ মনে হয়
তা শুধু ক'দিনের মরিচীকাময়,
প্রকৃত পাওয়া তো তা নয়
যা এ জগতে পাওয়া যায়,
ভাবরে মানব কেমন এ জীবন
প্রকৃতই কে তোর পরম আপন,
এ মানব জনম পেয়েছি কতোই না কৃপায়
এটাই মোদের ক্ষমা পাওয়ার আসল সময়,
আমরা সেই উড়নো বেলুন
সত্য তাই নয় কী বলুন,
উড়ছি সবাই আঁকাশ পানে
সেই ক্ষানিক গ্যাসের টানে,
ভুলে যাচ্ছি সুতোর মূল বাধা যে একখানে
গ্যাস ফরোলেই ফিরতে হবে আবার সেকানে,
বুঝরে মানুষ পরম আপন কে?
জগতে তোমায় পালন করছে যে,
যদি বলো সংসার মায়াজাল দেয়নাতো ছেড়ে
তবে তোমার জন্য উপদেশ
গাছকে চেপে ধরে বলছো
হে গাছ দেও আমায় ছেড়ে,
জগতে সবকিছুই অনিত্য সবি নশ্বর
শুধু ব্যতিত পরম প্রভু পরমেশ্বর,
বুঝরে মানব করো প্রভুর আরাধনা
তবে সব পাপ করবে প্রভু ক্ষমা,
যদি পরম করুনা ময়কে পাও মনে
তবে যেতে পারবে চির সুখময় প্রকৃত আলয়ে৷৷
তাং:07 ডিসেম্বর 2017 ইং