**সার্থকতা**
--পবিত্র রায়--
দেখরে মানব মন
ওদের সার্থক জনম,
অনেক দূরে যাইবনা
বেশি কথা বলিবনা,
তোর পাশেই দেখ চাহিয়া
ওরা সার্থক জগতে রহিয়া,
বুঝিছ বলছি কাহার কথা?
সেই নগন্য ঘাসফুল
যাহার সার্থকতা অপ্রতুল,
সে যে বলিছে
হাজার বাহারী ফুলের মাঝে
আমিযে এক নগন্য ঘাসফুল,
যানিনা জন্মিয়া করিলাম নাকি ভুল!
আমিও তো একদিন যাইব মরিয়া
কিন্তু সৌরভ টুকু রাখিয়া যাইব
তোমাদেরি লাগিয়া,
দেখ সার্থকতা!
তোমার দূর্লভ জনমে
কি সার্থক তুমি হলে,
কেমনে চিনিবে নিজেরে?
আমি মানব বলে৷৷
তাং: 04.05.2018 ইং