এই ভাবেই নিয়ত শেষ হয় ,
রাতের থেকে আরেক রাতে
মৃগনাভির গন্ধ ।
নখের আঁচড়ে কান্না জাগে
নদীদের বুকে ; তবুও চলমান ।
চলমান খোঁড়া স্রোত ।
সাগর তোমার কোল রেখো খালি ॥