শেষে একদিন পাথুরে বুকে , আড়াল
থাকা তারার মত ফুটেছিল ফুল ।
বন্ধ্যা মেয়েটির স্ফীত উদরে সেদিন
ধাক্কা মেরেছিল এক ঢেলা বাধা কোষ -
কোণে দেখা গেছিল জমাট করা যে হাসি ;
সেদিন , রুক্ষতার চাদর ক্ষণিক সরিয়ে
শান্তির ঘুম , দিয়েছিল এ বুক খানি । আস্তে
আস্তে ঘুমহীন চোখ পেয়েছিল ঘুম ।

এ রুক্ষ দেশ , চোখে-মুখে হঠাত্  -
উষ্ণ বালির স্রোত মনে করিয়ে দেয় ,
পথ হারানো রাজপথের জন্মলগ্নে
তাণ্ডব চালিয়ে যখন যন্ত্র আর যান্ত্রিক
নায়কের দল সহবাস করতে গেছিল ,
সেদিন , মেঠো পথ কেঁদেছিল শেষ কান্না -
তারপর , অবলুপ্ত ইতিহাসের মত রাখে নি
মনে , ফেলে আসা অতীতের প্রাচীন যাত্রা ।

শেষে , ধীরে ধীরে রাত হয় -
ঘুমাও ঘুমাও ঘুম ঘুম রুক্ষ চোখ ॥