মদিরায় শেষ চুম্বন বার বার দিয়েও
তোমার জন্য বানাতে পারি নি কবিতা ;
আলোকবর্ষ থেকেও বহু দূরে গ্রহরা করেছিল
যে সঙ্গম , তার ঈর্ষায় আজ ক্লান্ত
অবয়ব করে চলেছে দিনলিপি ।
ছিন্ন বক্ষের নির্যাসে ভিজে উঠেছে
প্রতিরাতের কাহিনী ; যার স্বপ্নে
বিভোর প্রাণ পাড়ি জমায় সুদূরের
ছায়ার পথে । তবুও এ মনের
পুঞ্জীভূত আবেদন ছুঁতে চায়
তোমার ফেলে আসা বাষ্পীয় উষ্ণায়ন ! দেবে কী
সেই অলিখিত স্পর্শের অধিকার !
নামহীন আঙুলের জৈবিক ক্রীড়া
এঁকে চলেছে জীবনের চালচিত্র ;
থাকবে কী তুমি শুধু পটচিত্রের
অন্তিম তুলির টানে !
সময়ের নির্ঘণ্ট আজও চলেছে নিয়ম মেনে
ইতিহাসের কালের চক্রে ; তবুও থামেনি
এ মহাপ্রেম , নাট্যের অবগুণ্ঠনহীন
মঞ্চে ! আবার যে চেয়ে থাকি –
তারা ঝরা আকাশে - মদিরার পানে ,
যদি পাই খুঁজে তোমার
ছুঁড়ে ফেলা প্রেমের শেষ দীর্ঘশ্বাস ।।