রক্ত গোলাপ ( পবিত্র চক্রবর্তী )
***********************************************
রাতের নিস্তব্ধতা পরিসমাপ্তির পর ,
ঘাস ঘুম শিশির কন্যারা পরিশেষে মেঘের
কোলে মাথা রাখে । বাগিচায় সদ্য প্রস্ফুটিত
গোলাপ বৃন্তের বোরখা উন্মোচন করে ,
ধীরে ধীরে জেগে ওঠে সৌরভের মুখরতা ।

যে রক্তটা আমার শিরা উপশিরার অদৃশ্য
জগতে সীমাবদ্ধ ছিল , তা আজ বিন্দুর মত
লেগে থাকে -- কুসুম লাল গোলাপের হৃদয়ে ।
অপ্রতীক্ষামান জীবন জোয়ারে সেদিনকার
স্মৃতিকণা হয়তো টিকে থাকে পাপড়ি ঝরা
হলদে মৌএর অভিধানে ।
ক্লান্ত ডানায় মৌমাছিদের দল রানীর জন্য আনে
ঠোঁট ভর্তি অমৃতসুধা । এরপরও লেগে থাকে ,
অনেকগুলো " তবু " অবুঝ মনের আঙিনায় ।

এবার শীতে তাজমহল মায়াবী রেখাপাত
করলেও , পল্লবের সম্ভ্রম রক্ষায় উজ্জীবিত
ছিল কাঁটার মুকুট । তাও --তোমায় দিতে ভুলি নি ক্ষতহীন ভালো লাগার অহিংস ভালোবাসা  ॥