আমি তোকে সত্যি ভালবেসেছি -
তারপরেও মদিরাসক্ত চোখ
খুঁজে চলে অভিমানী মেঘের মতো
নানা প্রশ্ন ; সম্পর্কের ইতিহাসে
শুষ্ক মাটি আর কলম আঁচড়
কাটে এ মনের ঈশান কোণে !
যদি একবার তোর চোখ কেঁদে
ওঠে কালবৈশাখীর পর অপেক্ষমান
বৃষ্টির মতো ; দেখবি আজও
আছি তারাদের বুকে হাজার
বছরের গণনাহীন পুঞ্জীভূত মৃত
আলোর জীবনালেক্ষে ; শুধু বিশ্বাস
রাখিস ; করিস একটু অপেক্ষা !!