যেদিন তুমি ডাকবে আমায়
সেদিন আমি নাই -
পালখানিতে লেগেছে হাওয়া ,
নদীর সুরে গান গাওয়া ,
জোয়ার জলে ভেসে যাওয়া
আজ যে আমি নাই !
নিশার মাঝে তুমি-আমি চোখে চোখে -
গান গেয়েছি ভালোবেসে ,
সুর দিয়েছি তোমায় হেসে ,
প্রভাতকালে দেখি,তরী গেছে তোমায় রেখে !
যেদিন হাত বাড়িয়ে দেখবে,সেদিন আমি নাই -
তোমার-আমার মনের মাঝে ,
স্বপ্নগুলো হওয়ার কাছে ,
হারিয়ে গেল কোন নিঠুর কালে যেদিন তুমি নাই !
চাঁদের গায়ে চাঁদ লেগেছে -
আকাশ পানে চেয়ে দেখো ,
তারার মাঝে খুঁজে রেখো ,
সেদিন আজ ডাকছে,যেদিন তোমার
হাতে আমি আর নাই !!