কান্নার শব্দ শুনতে কি পাও ?
গলা অবধি কান্নার ভাষা কি বোঝো ?
যদি বুঝতে,তাহলে বারবার চুম্বন করতে !
লাল-নীল স্বপ্ন ভেঙে মাঝরাতে -
দেখি ধর্ষণ করেছে সময় !!

গলাকাটা মানুষের ভিড়ে হয়তো মরচে
হৃদয় হাতে বিক্রি করছি প্রতিনিয়ত -
আমাকে নেবে কি তোমার অধর-ওষ্ঠের
সংগমস্থল ! যেখানে তির তির করে ,
স্পন্দিত হয় পাহাড়ী নামহীন ঝর্ণার ছন্দ !

জানি,ছুঁড়ে ফেলে দেবে -নির্যাসের পর ;
তারপর ! নেই কোন উত্তর -
বেশ্যা ঘরের গত রাতের বাবুর মতো
কালচে বেলকুঁড়ির মালার পরে থাকবো!!